রাজিহার
আগৈলঝাড়া উপজেলা সদর হয়ে অটোভ্যান, ইজিবাইক যোগে বড়বাশাইল হয়ে কান্দিরপাড়ে কেতনার বিল অবস্থিত।
মোবাইলঃ 01725927831
কেতনার বিল
১৯৭১ খ্রিষ্টাব্দের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের কেতনার বিলে শত শত লোকজনকে পাকসেনারা নির্মমভাবে গুলি করে হত্যা করে। এ অঞ্চলের মুক্তিযুদ্ধে হেমায়েত বাহিনীর সৈনিকরা ছিল বিচক্ষণ ও সাহসী। কোটালীপাড়া নিবাসী মুক্তিযোদ্ধা কমান্ডার হেমায়েত উদ্দিনের নেতৃত্ব এ অঞ্চলে মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয়। পরবর্তীতে হোসনাবাদের নিজামুদ্দিন আকনের নেতৃত্ব ৬৫ জন মুক্তিবাহিনী ভারত থেকে প্রশিক্ষণের পর গৌরনদীতে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে মুজিববাহিনীর নেতৃত্ব দেন আবুল হাসানাত আবদুল্লা (সাবেক চীফ হুইপ) তার সহযোগী ছিলেন হাফেজ মাঝি, আঃ রকিব সেরনিয়াবাত, শাহ আলম তালুকদার ও মোঃ নুরুল ইসলাম মিয়া। ডিসেম্বর মাসে মুক্তি ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণ বরিশাল জেলার বিভিন্ন অঞ্চল মুক্ত হয়। এরই ধারাবাহিকতায় আগৈলঝাড়া মুক্ত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস