বিস্তারিত
কালের স্বাক্ষী বহনকারী গোমতীর তীরে গড়ে উঠা আগৈলঝাড়া উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো রজিহার ইউনিয়ন। রাজিহার ইউনিয়ন আগৈলঝাড়া উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আগৈলঝাড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১৯নং নির্বাচনী এলাকা বরিশাল-১ এর অংশ। কাল পরিক্রমায় আজ সুবিল ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ১নং রাজিহার ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৮,৯৩৭ একর
গ) লোকসংখ্যা – ৩১,৮২৫+ জন যার মধ্যে পুরুষ ১৫,৩৫৯ জন এবং মহিলা ১৬,৪৬৬ জন (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) পরিবার ৬,৯০২টি।
ঙ) গ্রামের সংখ্যা – ২২ টি।
চ) মৌজার সংখ্যা – ২৮ টি।
ছ) হাট/বাজার সংখ্যা -১২টি।
জ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – ভ্যান /ইএজিই বাইক/মটর সাইকেল ।
ঝ) শিক্ষার হার – ৬৯%। (২০০১ এর শিক্ষা জরিপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ২৪টি,
কিন্টার গাডেন স্কুল ০৩টি,
কলেজঃ ২টি,
মাদ্রাসাঃ ২টি।
মসজিদঃ ৪৫টি
মাধ্যমিক বিদ্যালয় -১০ টি
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব ইলিয়াস তালুকদার
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৫ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – কেতনার বিল।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/১৯৬৪ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ – ---
ঢ) গ্রাম সমূহের নাম –
রাজিহার ইউনিয়নের গ্রাম সমূহ : মোট ২৪ টি
ওয়ার্ড নং
|
গ্রাম সমূহ
|
|||
---|---|---|---|---|
১ নং ওয়ার্ড |
রজিহার |
বসুন্ডা |
|
|
২নং ওয়ার্ড |
রাংতা |
|
|
|
৩নং ওয়ার্ড |
চেংগুটিয়া |
কান্দির পাড় |
কাজিরগ্রাম |
উত্তর সাজুরিয়া (চৌদ্দমেদা) |
৪ নং ওয়ার্ড |
ভাজনা |
প: গোয়াইল |
ছোট বাশাইল |
লখারমটিয়া |
৫নং ওয়ার্ড |
কালাইয়া |
ভালুকসি |
ছোট ডুমরিয়া |
সুতার বাড়ি, গোয়াইল |
৬নং ওয়ার্ড |
বাহাদুরপুর |
|
|
|
৭নং ওয়ার্ড |
বাটরা |
আহুতি বাটরা |
আলতি |
|
৮নং ওয়ার্ড |
রামানন্দের আক |
|
|
|
৯নং ওয়ার্ড |
বড় বাশাইল |
|
|
|
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ০১ জন।
৩) হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর - ০১ জন
৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ০7 জন।
৫) দফাদার 0 জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস