Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে রাজিহার ইউনিয়ন

বিস্তারিত

কালের স্বাক্ষী বহনকারী গোমতীর তীরে গড়ে  উঠা আগৈলঝাড়া উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো রজিহার ইউনিয়ন। রাজিহার ইউনিয়ন আগৈলঝাড়া উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আগৈলঝাড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১৯নং নির্বাচনী এলাকা বরিশাল-১ এর অংশ। কাল পরিক্রমায় আজ সুবিল ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।


ক) নাম – ১নং রাজিহার  ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ৮,৯৩৭ একর 

গ) লোকসংখ্যা –  ৩১,৮২৫+ জন যার মধ্যে পুরুষ ১৫,৩৫৯ জন এবং মহিলা ১৬,৪৬৬ জন  (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) পরিবার ৬,৯০২টি।

ঙ) গ্রামের সংখ্যা – ২২ টি।

চ) মৌজার সংখ্যা – ২৮ টি।

ছ) হাট/বাজার সংখ্যা -১২টি।

জ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – ভ্যান /ইএজিই বাইক/মটর সাইকেল ।

ঝ) শিক্ষার হার – ৬৯%। (২০০১ এর শিক্ষা জরিপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ২৪টি,

    কিন্টার গাডেন স্কুল ০৩টি,     

    কলেজঃ ২টি,

    মাদ্রাসাঃ ২টি।

    মসজিদঃ ৪৫টি

   মাধ্যমিক বিদ্যালয় -১০ টি

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব ইলিয়াস তালুকদার

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৫ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – কেতনার বিল।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/১৯৬৪ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ – ---          

ঢ) গ্রাম সমূহের নাম –

রাজিহার ইউনিয়নের গ্রাম সমূহ : মোট ২৪ টি

  

ওয়ার্ড নং
 গ্রাম সমূহ

     ১ নং ওয়ার্ড

রজিহার

বসুন্ডা

 

 

২নং ওয়ার্ড

‌রাংতা

 

 

 

৩নং ওয়ার্ড

চেংগুটিয়া

কান্দির পাড়

কাজিরগ্রাম

উত্তর সাজুরিয়া (চৌদ্দমেদা)

৪ নং ওয়ার্ড

ভাজনা

প: গোয়াইল

ছোট বাশাইল

লখারমটিয়া

৫নং ওয়ার্ড

কালাইয়া

ভালুকসি

ছোট ডুমরিয়া

সুতার বাড়ি, গোয়াইল

৬নং ওয়ার্ড

বাহাদুরপুর

 

 

 

৭নং ওয়ার্ড

বাটরা

আহুতি বাটরা

আলতি

 

৮নং ওয়ার্ড

রামানন্দের আক

 

 

 

৯নং ওয়ার্ড 

বড় বাশাইল

 

 

 


          

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ০১ জন।

              ৩) হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর - ০১ জন

              ৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ০7 জন।

             ৫) দফাদার 0 জন